অনেক আগে থেকেই বলা হয় নারীদের সৌন্দর্যের অনেক বড় ভূমিকা পালন করে থাকে নারীর চুল। কিন্তু যখন দিন দিন চুল পড়ার সমস্যা বাড়তে থাকলে কারোই ভালো লাগে না।ঘন কালো লম্বা চুল পেতে কার না ভাল লাগে? ব্যস্ত শহরের ঠাস বুনটের ভিড়ে নিজের চুলের জন্য একটু সময় বার করলে ক্ষতি কিসের! আজ না হয় জেনে নেই কিছু তেলের উপকারিতা যা কিনা রয়েছে আমাদের হাতের নাগালে।
জাফরান হেয়ার গ্রোথ থেরাপি/ জাফরান তেলঃ
প্রস্তুতকারক দেশঃ পাকিস্থান
মূল্যঃ ৬৫০ টাকা
জাফরান অয়েল তৈরী হয়েছে জাফরানের নির্জাস সহ আরও ১০টির বেশি অসাধারণ দূর্লভ হারবাল উপাদান দিয়ে।এই সব ফর্মুলা চুলে ভিটামিন ও অন্যান্য পুষ্টি জোগায়।
কার্যকারিতাঃ
- রাসায়নিক ও অন্যান্য হেয়ার ট্রিটমেন্টজনিত যাবতীয় ক্ষতি নিরাময় করবে।
- রক্ত সংবহন বাড়াবে।
- চুলের গোড়া মজবুত করবে।
- চুলের বৃদ্ধিতে সহায়তা করবে।
- চুলের অতিরিক্ত শুষ্কতা বা তেলতেলেভাব রোধ করবে।
- চুলের ডগা ফাটা, চুল ভেঙে ঝরে যাওয়া রোধ করবে।
- খুসকির সমস্যা সমাধান করবে।
- আপনার চুলকে করবে ঝলমলে এবং প্রাণবন্ত।
ব্যবহারবিধিঃ
রাতে নারকেল তেলের সাথে সমপরিমাণে জাফরান তেল মিশিয়ে চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে ৫-১০মিনিট ম্যাসাজ করুন।সকালে শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩-৪দিন ব্যবহার করুন।
গ্রীন টি হেয়ার অয়েলঃ
প্রস্তুতকারক দেশঃ তাইওয়ান
মূল্যঃ১২০০ টাকা
কার্যকারিতাঃ
- এই তেলটি ১০০ ভাগই হারবাল উপাদান দিয়ে তৈরি। যা চুলের গোঁড়া কে পুষ্টি যোগায়।
- চুলকে করে মজবুত।
- খুব তাড়াতাড়ি Hair Fall Control করে।
- চুলকে Silky and Shiny করতে সাহায্য করবে।
- এর হারবাল উপদান গুলো moisture lock করে যা চুলকে Frizzy হতে দেয়না।
ব্যবহারবিধিঃ
১ দিন পর পর ব্যবহার করতে হবে অথবা সপ্তাহে ২ দিন ব্যবহার করে দুপুরের মধ্যে Shampoo করে ফেলতে হবে। এভাবে ৫ বার ব্যবহারের পর চুল পরার হার কমে যাবে।সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহারে খুব ফলাফল পাওয়া যাবে।
মরোক্কো হেয়ার অয়েলঃ
প্রস্তুতকারক দেশঃ থাইল্যান্ড
মূল্যঃ৭০০ টাকা
২৫০মিলি
কার্যকারিতাঃ
- ৫ দিনে চুল পড়ার হার কমিয়ে দিবে।
- চুল লম্বা করতে সাহায্য করবে ।
- ৭ দিনে নতুন চুল গজাতে সাহায্য করবে।
- যাদের Hormonal Imbalance এর জন্য চুল পড়ে যাচ্ছে সেই আপুদের সমস্যা দূর করে চুল পড়া কমাবে।
- এতে আছে ৫ টি বিশেষ তেলের গুণাগুণ যা একি সাথে চূলের সকল সমস্যা দূর করে চূলকে করবে ঘন, মজবুত, সুন্দর, ঝলমলে।
- যাদের চূল অনেক খুস্ক ও রুক্ষ তারা শুধু তেল টি চুলে ব্যাবহার করলে Hair Conditioning করে চুলকে করবে Silky ও Shiny
- চূল লম্বা করতে চাইলে-
টানা ৩ দিন রাতে ব্যবহার করে দুপুরের মধ্যে Shampoo করে ফেলতে হবে। এভাবে ৩ দিন ব্যাবহার করলে চুল লম্বা হবে। - চুল পড়া কমাতে চাইলে-
১ দিন পর পর ব্যবহার করতে হবে অথবা সপ্তাহে ২ দিন ব্যবহার করতে হবে, এভাবে ৫ বার ব্যবহারের পর চুল পরার হার কমে যাবে। - নতুন চুল Grow করতে চাইলে-সপ্তাহে ১ বা ২ বার ব্যবহার করতে হবে। ৭ বার ব্যবহার করার পর নতুন চুল গজাতে শুরু করবে।মরোক্কো হেয়ার অয়েল টি অবশ্যই ভালোভাবে ঝাকিয়ে মাথার Scalp এ ব্যবহার করতে হবে।ছেলেমেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন।( বিশেষ দ্রষ্টব্যঃ যদি Hormonal Imbalance সমস্যা থাকে তাহলে আপনার সময় বেশি লাগবে কারণ তেলটি প্রথমে আপনার Harmon balance এ আনবে তারপর কাজ করা শুরু করবে)
- চূল লম্বা করতে চাইলে-
Leave a reply